সিটিজেন চার্টার: (এ কার্যালয় থেকে আপনি যে সব সেবা ও সহযোগীতা পেতে পারেন)
· বিত্তহীন প্রাথমিক সমিতি(পুরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহণে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্ত যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ।
· সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে পুঁজি গঠন।
· পল্লী জীবিকায়ন প্রকল্প(পজীপ) এর আওতায় আনুষ্ঠানিক সমিতি গঠন এবং উৎপাদনমুখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান।
· ব্যবস্থাপনা ও দক্ষতার মান বৃদ্ধির জন্য সদস্য/সদস্যাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
· আনুষ্ঠানিক সমিতিকে নিবন্ধনের পরপরই সদস্যদের মধ্যে ঋণ প্রদান করা হয়।
· সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা করা।
· নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও যেৌতুক প্রথা নির্মূলে সচেতনতা সৃষ্টিতে সহায়তা।
· সদস্যদের বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ সেবা।
· বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকল্পে পরামর্শ ও সহযোগীতা প্রদান।
· গ্রামীণ দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগীতা প্রদান এবং গ্রামীণ নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ।
· এ দপ্তরের কোন কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে উপজেলা প্রকল্প কর্মকর্তার নিকট উত্থাপন করা হলে তার প্রতিকার করা হয়।
· উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রুতিবদ্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস